আমি শ্রীযুক্ত সঞ্জয় কর্মকার জ্যোতিষ সম্রাট দেবাদ্রিত নামে আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি। প্রথমে বলি যে, জ্যোতিষ আমার কাছে পেশা নয়, আমার ভালোবাসার একটা বিষয়। এটি একটি পড়াশোনার বিষয় যা হয়তো আমার সারাজীবন ধরে চলবে, তবে আমার মতে জ্যোতিষ এমন একটি বিষয় যা আমাদের ভূত, বর্তমান, ভবিষ্যত বলে দিতে পারে, আমাদের কখন কি করা উচিত কি উচিত নয়, জীবনের সঠিক দিশা কোন দিকে হবে। সর্বোপরি আমাদের মন ও মস্তিষ্কের যে বিরোধ সেটা আবেগ নির্ভর নাকি মস্তিস্ক প্রসূত যুক্তি নির্ভর - কোনটা আমরা গ্রহণ করবো সেটার সমতা রক্ষা করাই হলো জ্যোতিষ চর্চা।
তাই আমি আমার জ্যোতিষ জ্ঞানের যৎকিঞ্চিত ভান্ডার নিয়ে বসে আছি আপনাদের জন্য আপনাদের সমস্যা সমাধানের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে দিতে।
বিঃ দ্রঃ জন্ম ছক ও জন্ম কোষ্ঠী প্রস্তুত করাহয়। খাঁটি গ্রহরত্ন যথার্থ মূল্যে বিচারের পরে প্রদান করাহয়। এছাড়াও বিভিন্ন কবচ বৈদিক ও তন্ত্রমতে সিদ্ধ পুরোহিত এবং তান্ত্রিকদের দিয়ে বিধিবদ্দ্ব রীতি অনুযায়ী প্রস্তুত করে থাকি।
বাস্তুদোষ খণ্ডন, বাস্তুপরিশোধন ও সঠিক বাস্তু সম্মত রীতি অনুযায়ী গৃহ নির্মাণের ব্যাবস্থা আছে। বিভিন্ন বাস্তু সংক্রান্ত সামগ্রী সুলভ মূল্যে পরিশোধন করে স্থাপন করে দেওয়ার সুব্যাবস্থা আছে।
I, Shriyukta Sanjay Karmakar, have been appointed to serve you as a distinguished astrologer under the name Devadrita. Firstly, let me clarify that astrology is not merely a profession to me; it is a deep-rooted passion. It is a subject of lifelong study that will accompany me throughout my journey. In my perspective, astrology is a discipline that can unveil the past, present, and future, providing guidance on what is right or wrong and illuminating the correct path in life. It maintains a delicate balance between the conflicting realms of our hearts and minds, depending on whether we rely on emotions or logical reasoning. Harmonizing our choices and accepting the essence of astrological discussions is of utmost importance.
Hence, I am utilizing my limited astrological knowledge to assist you in resolving your problems, enabling you to progress in life.
Please note that I offer services for the preparation of birth charts and horoscopes. Genuine gemstones are provided after careful evaluation. Moreover, I am well-versed in the prescribed rituals by expert Vedic and tantric priests, ensuring various protective measures.
We also provide services for identifying Vastu doshas, Vastu purification, and adherence to correct Vastu principles in building construction. Additionally, we offer a range of Vastu-related materials at affordable prices for acquisition and installation.